দুঃখ দিয়ে জীবন যাদের গড়া তাদের আবার সুখ কিসের।লাকরি বেচে সংসার চলাতে হয়।আমরা কী কোন দিন সুখের চিন্তা করতে পারি।যেন এটা একটা আকাশ কুসুম স্বপ্ন।রাজ্যে চলছে দ্বিতীয় লক ডাউন। বাজার বন্ধ, রেশনে চাউল পেয়েছি ৪০কেজি ভগবান দয়া করে দিয়েছেন বলে রোজি রোজগার নেই পেটের জ্বালায় বাজারে লাকরি নিয়ে গেলে ও যা পাই তাতে করে ডাল আনতে গেলে বেরমা (সিদল) এর পয়সা থাকেনা। রেশনে সরকার চল্লিশ কেজী চাউল দিয়েছেন নেই ডাল আটা কেরশিন তেল।খালি ভাত তো আর খাওয়া যাই না।বাজারে ডালের যে দাম, লাকরি বেচে ডাল কিনলে কাচা লঙ্কার পয়সা হয়না। লক ডাউনের মধ্যে খুব অসাহায় আছেন সাধারণ মানুষ। কোনোরকম ভাবে দিন কাটে তাদের এরমাঝে লক ডাউনে যার দরুন অসহায় হয়ে পড়েছে গন্ডাছড়ার জানাজাতিরা ।