জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি। ৯ জুলাই এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস। গোটা দেশেই সংগঠনের কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে দিনটি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বিগত দিনের মতো আবারও এদিন গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো কর্মীরা। রাজ্যে কেন্দ্রীয়ভাবে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা খয়েরপুর স্থিত রেশমবাগান স্কুল মাঠে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রীতম পাল। এবিভিপির পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, স্বেচ্ছা রক্তদানের মতো কর্মসূচিও।