জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় রঞ্জি আসরে ত্রিপুরার হয়ে মাঠে নামবে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে এনিয়ে মৌ চুক্তিও স্বাক্ষর করে নিলেন তিনি।আগরতলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে রাজ্য কর্মকর্তাদের উপস্থিতিতে ঋদ্ধিমান মৌসাক্ষর করায়, স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে চলে আসা জল্পনা-কল্পনার অবসান ঘটে। মাত্র দুই দিনের সফরে শুক্রবার আগরতলায় আসেন ঋদ্ধিমান। প্রথমেই টি সি এ কর্মকর্তাদের সাথে এক প্রস্থ আলোচনা শেষ করে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে এবারের রঞ্জি আসরে ত্রিপুরার হয়ে মাঠে নামার চুক্তিতে সই করেন জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, যুগ্ম সচিব কিশোর কুমার দাসসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। চুক্তিপত্র স্বাক্ষর কর্মসূচির পর এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন টিসিএর যুগ্ম সচিব ও রাজ্যের হয়ে রঞ্জি আসরে মাঠে নামতে যাওয়া ঋদ্ধিমান সাহা। ক্রিকেটে ত্রিপুরার সাথে নিজেকে যুক্ত করার পর ঋদ্ধিমান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, জাতীয় আসরে ত্রিপুরাকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই হল মূল লক্ষ্য। শেষ দুই বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিন আরো কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটাই হবে মূল উদ্দেশ্য। এদিকে জানা গেছে আগামীকাল ঋদ্ধিমান রাজ্যের ক্রিকেটারদের এক প্রস্থ আলোচনা সেরে নেবেন। আলোচনার শেষে কলকাতা ফিরে যাবার কথা রয়েছে তার। তবে খুব শীঘ্রই মাঠে নামার কথাও এদিন জানালেন ঋদ্ধিমান।