জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মণিপুরে ভয়াবহ ভূমিধসে কর্তব্যরত অবস্থায় শহীদ হলেন রাজ্যের দুই বীর সন্তান। শনিবার সকালেই শহীদ হওয়া দুই সন্তানের বাড়িতে মর্মান্তিক এই হৃদয়বিদারক খবরটি পৌঁছানোর পর, পরিবারসহ গোটা রাজ্যে নেমে আসে শোকের ছায়া। রবিবার বিকেলে বায়ুসেনার বিমানে কফিনবন্দী অবস্থায় শহীদ হওয়া বিশালগড়ের সঞ্জয় দেবনাথ ও কল্যাণপুরের প্রশান্ত দেবের দেহ এসে পৌঁছায় আগরতলা বিমানবন্দরে। সেখান দুই জোয়ানের কফিনবন্দি দেহ গ্রহণ করলেন আসাম রাইফেলস বাহিনীর কর্মীরা। বিমানবন্দর থেকে সোজা কফিনবন্দী দুটি দেহ নিয়ে যাওয়া হয় আসাম রাইফেলসের হেডকোয়ার্টারে। সেখানে বাহিনীর আধিকারিকরা শহীদ দুই জোয়ান সঞ্জয় ও প্রশান্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। পড়ে কফিনবন্দি দেহ বাইক মিছিলের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাদের নিজ বাসভবনে। সেখানে কফিনবন্দি দেহ পৌঁছানোর পর পরিবারের লোকজনদের আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে। দেশ রক্ষার কাজে নিয়োজিত হয়ে প্রাকৃতিক দুর্যোগে এভাবে দুই জোয়ানের শহীদ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে শোকস্তব্ধ গোটা রাজ্য।