দেশজুড়ে যখন চলছে করোনা আতঙ্কের ত্রাহি ত্রাহি ভাব ঠিক তখনই এই করোনা আতঙ্ক থেকে পরিত্রান পেতে রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে । আর এই হাসপাতালগুলিতে রক্ত সংকটের মোকাবিলায় এগিয়ে এসেছে তেলিয়ামুড়ার সামাজিক সংস্থা “Green Aims Social Organization” এবং সহযোগিতায় রয়েছে “State NSS Open Unit Teliamura Branch”। আজ সকাল 11 ঘটিকায় তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । আর আজকের উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া ও তেলিয়ামুড়ার পৌরপিতা নীতিন কুমার সাহা, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন রূপক সরকার সহ অন্যান্যরা । এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরার সরকারের মুখ্যসচেতক কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়ায় বর্তমান সময়ে এই রক্তদান শিবিরের ভূয়সি প্রশংসা করেন বিধায়িকা ।