জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি: আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন। একুশে জুলাই ঘোষণা করা হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। সব মিলিয়ে ৭৭৬ জন সাংসদ এবং ৪১২০ জন আইন প্রণেতা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন। ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনের লড়ছেন প্রাক্তন রাজ্যপাল ধ্রুপদী মুর্মু। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে চলেছেন কোন আদিবাসী মহিলা। অন্যদিকে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হয়েছেন এক সময়কার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। মূলত লড়াই এই দুই জনের মধ্যে হলেও ভোটারদের মূল্যায়নে অনেকটা এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। এরপরেও নিজের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রতিটি রাজ্যে ঘুরছেন এখন। এই নির্বাচনে সংসদরা যেমন ভোট দেবেন, তেমনি ভোটার হিসেবে রয়েছেন বিধায়করাও। তাই রাজ্যের বিধায়কদের কাছে ভোট চাইতে আগামী ৩ জুলাই স্বল্প সময়ের জন্য আগরতলায় আসছেন তিনি। রবিবার তার সম্ভাব্য রাজ্য সফর সূচি চূড়ান্ত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে। তেলেঙ্গানায় চলছে বিজেপির সর্বভারতীয় কার্যকারণী বৈঠক। এই বৈঠকের দ্বিতীয় দিন সকালে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউরে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত, রাষ্ট্রীয় প্রবক্তা সম্বিত পাত্রার উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, সংগঠন মহামন্ত্রী, প্রদেশ সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। জানা গেছে এই বৈঠকেই স্থির করা হয় যে আগামী ৫ জুলাই স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রচারে আসবেন দেশের ১৫ তম তথা ভাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।