জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজধানীর দশরথ দেব স্মৃতিভবনে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপনির্বাচনে দলের বিজিত প্রার্থী ডাক্তার অশোক সিনহা এবং মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে উপ নির্বাচনে ৬ আগরতলা কেন্দ্রের দলের ফলাফল নিয়ে অভিমত ব্যক্ত করেন, তিনি জানান অংক মোতাবেক ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রায় ১৫ হাজার ভোট পাওয়ার কথা সেখানে সাড়ে ১৪ হাজার ভোট পেয়েছে, তাছাড়া বিরোধী বামফ্রন্টের ১২ থেকে ১৩ হাজার ভোট পাওয়ার কথা সেখানে এরা পেয়েছে প্রায় ছয় হাজার এবং কংগ্রেসের পাওয়ার কথা 10 থেকে 12 হাজার, সেখানেই এরা পেয়েছে ১৭ হাজারের কাছাকাছি ভোট। বিরোধী বামফ্রন্টের ১২ থেকে ১৩ হাজার যে জায়গায় ভোট পাওয়ার কথা ছিল সেখানে মাত্র পেয়েছে ৬০০০ তাহলে বাকি ভোট কোথায় গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং বলা চলে সাংগঠনিক জোরে কংগ্রেস নির্বাচনে জয়ী হয়নি বামফ্রন্টের সাথে তাদের যে গোপন আঁতাত রয়েছে তার ফলে এই জয় বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন এতদিন শুধু গোপনে গোপনে আঁতাত চলছিল কিন্তু বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তাদের এই মিতালী নির্লজ্জের মত সর্বসম্মুখে চলে আসবে। এদিনের পর্যালোচনা সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।