Site icon janatar kalam

প্রত্যেককে আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর- সান্ত্বনা চাকমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলার দক্ষ প্রার্থীদের মধ্যে একটি শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে যোগদেন। এই দিনের অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন এম ডি এস ই অতুল কুমার তিওয়ারি, তা ছাড়াও উপস্তিত ছিলেন শ্রী নিবাসন রাও, শ্রী এস মাথিভাবন, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা।এই দিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন ত্রিপুরার বেরোজগার দেরকে রোজগার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার বিশেষ ভাবে কাজ করছে, পাশাপাশি প্রত্যেককে আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর এবং হস্ত কারুশিল্পের প্রশিক্ষণের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কোণা থেকে যে সমস্ত বেকাররা প্রশিক্ষনে যোগদান করেছেন তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টকে তোলে ধরতে হবে বলে উনার বক্তব্যে তোলে ধরেন। এই দিন প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা।

Exit mobile version