Site icon janatar kalam

পরাজয় স্বীকার করে নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী লড়াই কর্মসূচী শুরু – সুবল ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ৪টি কেন্দ্রের উপ- নির্বাচনের আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস, তা কেন্দ্র করে প্রচারের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, কুনাল ঘোষ, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ দলের একঝাঁক নেতৃত্বকে আনা হলেও ফলাফল তেমন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। চার কেন্দ্রেই তাদের জামানত জব্ধ হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পর্যালোচনা সভা হয় ক্যাম্প অফিসে। রাজ্য কমিটি সহ বিভিন্ন সংগঠনের ১২৩ জন প্রতিনিধি এতে অংশ নেন। সভা শেষে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি সুবল ভৌমিক বলেন, পরাজয় স্বীকার করে নিয়ে আমরা পরবর্তী লড়াই কর্মসূচী শুরু করতে যাচ্ছি। তিনি বলেন, এই রাজ্যের মানুষ সুশাসন চায়। গত সাড়ে চার বছরে মানুষ বিজেপির যে ধরনের অত্যাচার জুলুম দেখেছে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মানুষ পরিবর্তন চাইছে বলে দাবি করেন সুবল বাবু।

Exit mobile version