জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাস চলছে। রবিবার রাতে শ্যামলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর প্রতিবাদে সোমবার কিছুক্ষণের জন্য জিবি রোড অবরোধ করে সিপিআই(এম)। বিরোধী দলীয় নেতা মানিক সরকারও অবরোধে যোগ দিয়ে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কোথায়? কোথায় প্রশাসন? রাজ্যে কিছুই দেখা যাচ্ছে না।” রবিবার ভোট গণনার ফলাফল প্রকাশের পর থেকে শাসক দল সিপিএম কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদকের। সেই কারণেই নির্যাতিতাদের বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা সহ সিপিআইএম নেতারা।