Site icon janatar kalam

রাজপথ কাঁপিয়ে বিজয় মিছিল করল রাজ্য বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনে তিনটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। সেই সুবাদে সোমবার রাজধানী আগরতলা কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল বিজয় মিছিল বের করা হয়। এ দিনের মিছিলে যুবক-যুবতী, মা মাসিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর রাজপথ কাঁপিয়ে মিছিল বিভিন্ন পদ পরিক্রমা করে এবং মিছিল থেকে আওয়াজ উঠে এই জয় গণতন্ত্রের জয় রাজ্যের যুবক-যুবতী মা মাসিদের জয়। তাছাড়া এদিনের মিছিলকে কেন্দ্র করে যুবক-যুবতী ও মা মাসিদের দেখা গিয়েছে গানের তালে তালে কোমর দোলানো, শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিলের গানের তালে পা মিলিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথও। সুতরাং বলা চলে এই বিজয় মিছিলের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি 2023 বিধানসভা নির্বাচনে আগাম জয়ের বার্তা ছড়িয়ে দিয়েছেন রাজ্যের আকাশে বাতাসে। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, 20 নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি যুব মোর্চা সভাপতি নবাদল বনিক, সহ-সভাপতি ভিকি প্রসাদসহ অন্যান্যরা।

Exit mobile version