Site icon janatar kalam

রং দেখালো প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর দেখা গিয়েছে বাই চান্সে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে, জয়লাভের পর যেন কংগ্রেসের কর্মী সমর্থক রা গিরগিটির মতো রং বদলালো, মুহূর্তের মধ্যেই চালিয়ে দিল সন্ত্রাস আক্রমণ সংগঠিত করা হলো শাসক বিজেপির কার্যকর্তাদের উপর। একটি আসনে জয়লাভ করে সারা রাজ্য যেমন জয়লাভ করে ফেলেছে এমনটাই ভাবনা প্রকাশ পেয়েছে এবং এতটাই উল্লাস তাদের মধ্যে ভর করেছিল যে তাদের অবস্থানটুকু তারা ভুলে গিয়েছে। রবিবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকা এবং রবীন্দ্রপল্লী এলাকায় দফায় দফায় সন্ত্রাস চালায় কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মী সমর্থকদের দ্বারা পরিচালিত সন্ত্রাস নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দলীয় কর্মীদের কাছে আহ্বান রাখেন, ষড়যন্ত্র করা হচ্ছে সজাগ এবং সচেতন থাকতে, কোন প্ররোচনায় পা না দিতে। পাশাপাশি এদিন প্রদেশ বিজেপি সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সংবাদমাধ্যমকে জানান বিরোধী কংগ্রেস এবং সিপিএম উপনির্বাচনকে প্রহশনে পরিণত করা চেষ্টা চালিয়েছে কিন্তু দলের কার্যকর্তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দলীয় কার্য কর্তারা এর যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন বলে জানান এবং আক্রোশ এইভাবে আসেনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করা হয়েছে কার্যকর্তারা রক্তাক্ত হয়েছে তা থেকেই এই আক্রোশ। তাছাড়া আমরা তো জনগণের রায় মেনে নিয়েছি সেটা হোক ৬ আগরতলা আর হোক ৮ বরদোয়ালি কেন্দ্র, সুদীপ রায় বর্মন একা ৬ আগরতলা কেন্দ্র জয়ী হয়ে কি করেছেন কোনদিন কি দলকে ক্ষমতায় আনতে পেরেছেন বলে প্রশ্ন ছুড়ে দেন নেতৃত্বদ্বয়। তাছাড়া এদিন প্রদেশ বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি নবাদল বণিক এবং সহ-সভাপতি ভিকি প্রসাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভাবা হয়েছিল দলীয় কার্যকর তাদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠা হবে কিন্তু একটি আসনে জয়ী পেয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা যে কাজটা করেছে তার জন্য তাদেরকে নিন্দা জানাই এবং ভারতীয় জনতা যুব মোর্চা আজকের পর থেকে কংগ্রেস কর্মীদের প্রত্যেককে অক্ষরে অক্ষরে জবাব দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এ দিনের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে চাঞ্চল্য বিরাজ করছে।

Exit mobile version