Site icon janatar kalam

গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে তিপ্রামথাকে খোঁচা দিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ বিজেপি কার্যালয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বক্তব্য রাখেন রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, এদিন বৃহত্তর তিপ্রাল্যান্ড ইস্যুতে আবারও তিপ্রামথা পার্টিকে আঘাত করলেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। রেবতী ত্রিপুরা বলেন, তিপ্রামথা বা আইপিএফটি কেউই আলাদা রাজ্য নিয়ে সিরিয়াস নয়। “আইপিএফটি ক্ষমতায় আসার পর যেমন তিপ্রাল্যান্ড ইস্যুকে গুরুত্বের সাথে তোলেনি, ঠিক তেমনি তিপ্রামথা দলও এডিসি ভোটে জয়ী হওয়ার পর ঘুমের মধ্যে রয়েছে। ত্রিপুরায় এ ধরনের আঞ্চলিক দল বা গোষ্ঠী এসেছে এবং চলে গেছে। বিজেপি তাতে মাথা ঘামায় না তাদের রাজনৈতিক এজেন্ডা এবং বিভাজন সম্পর্কে। তারা (আইপিএফটি এবং তিপ্রামথা) শুধু জানে তারা কী করতে যাচ্ছেন”, যোগ করেন রেবতী ত্রিপুরা।

Exit mobile version