জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা সদরের উপভোটের নির্বাচনের পর আগরতলার উমাকান্ত স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএম গুলো, শুক্রবার স্ট্রং রুমে অবজারভার স্কুটিনি করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার অসীম সাহা বলেন প্রত্যেকবারই নির্বাচনের পর ইভিএম গুলো সংগ্রহে রাখা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপের মধ্যে ৬ আগরতলা এবং ৮ টাউন বড়দোয়ালী উপভেটের সমস্ত ইভিএম গুলো সিল মারা অবস্থায় আছে গতকালকে অবজারভারের উপস্থিতিতে ইভি এমগুলো যখন রিসিভ করা হয় তখন দুই আর ও স্ট্রং রুমে রাখা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ২৪ ঘন্টা টহলদারিতে আছেন, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ তারাও যাতে দেখতে পারেন তার জন্য সিসি ক্যামেরা অনলাইন খোলা হয়েছে এবং উনারা স্ট্রং রুমে নজর দারি রাখবেন। তাদেরকে পাস দেওয়া হয়েছে সম্পূর্ণ অবজারভেশনে আছে বলে জানান তিনি।