Site icon janatar kalam

অম্বাবুচি উপলক্ষে সিঁদুর খেলায় মেতে উঠলেন গৃহিণীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হিন্দুধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব, ‘রজঃউৎসব’ নামেও পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। একই ভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। অম্বুবাচী তিন দিন ব্রহ্মচারী, সাধু,সন্ন্যাসী, যোগীপুরুষ এবং বিধবা মহিলারা ‘অশুচি’ পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। অম্বুবাচী চলাকালীন সমস্ত সতীপীঠ সহ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃ শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।অম্বুবাচী উপলক্ষে আগরতলার লাক্সমি নারায়ন মন্দিরে বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন বিগত বছর গুলিতে কোভিড থাকার কারনে সিঁদুর খেলা হয়নি এবার করোনা মুক্ত এিপুরা হওয়াতে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন এবং পরিবারের মঙ্গল কামনা করেন।

Exit mobile version