জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিপথ প্রকল্পে উত্তাল গোটা দেশ। দেশজুড়ে কেন্দ্রের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামলেন বাম যুবরা। এদিন বাম সংগঠনগুলির যৌথ উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল করেন নেতৃত্বরা।এদিনের এই বিক্ষোভে অংশ নিয়ে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের ভবিষ্যত প্রশ্ন চিহ্নের মুখে। দেশের নিরাপত্তাও প্রশ্ন চিহ্নের মুখে। যতক্ষণ এই প্রকল্প বাতিল করা হচ্ছে না ততক্ষণ বাম সংগঠনগুলি বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন নবারুণ দেব।