Site icon janatar kalam

আজ ছেহেরি ভোজনের পর কাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের প্রথম দিন

শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস . ইংরেজি ও বাংলা ১২ মাসের মতো রমজান হলো আরবি ভাষায় একটি মাস. এই মাসটিকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়েছে যথাক্রমে এই মাসের প্রথম ১০ দিন হলো রহমতের মাস , এরপরের ১০ দিন মাগফিরত মাস , অবশেষের ১০ দিনটিকে নাজাতের মাস বলে ব্যখ্যা করেন মুসলিম ধর্মাবলম্বীরা. রমজান মাসটিকে আল্লার দেওয়া আনন্দের ৩০ দিনের একটি মাস বলেও মানেন এরা. পাশাপাশি এই মাসটি যারা প্রাপ্তবয়স্ক তাদের বাধ্যতামূলক এই উৎসবটি পালন করতে হয় বলে জানা যায় এবং এই মাসটি পালনের মাধ্যমে মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ ঘৃণা রয়েছে সেগুলোকে ত্যাগ করে ৩০ দিন পর ঈদ পালনের মধ্য দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো এই উৎসবটি মূল উদ্দেশ্য.

Exit mobile version