Site icon janatar kalam

বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর আগামী দিনে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মুষলধারা বৃষ্টির ফলে জল প্লাবিত হয়ে উঠেছে শহর আগরতলা জানা যায় প্রবল বর্ষণের ফলে শহরে বিভিন্ন এলাকায় জল জমে গেছে যার ফলে দুর্ভোগের শিকার সাধারণ জনগণ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে শরণার্থী শিবির ও। তাছাড়া এই বর্ষার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে সেদিকে লক্ষ্য রেখে শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি শরণার্থী ক্যাম্প ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান উপনির্বাচনে নিজ বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালীর কয়েকটি জায়গায় জল জমে রয়েছে বলে, আগামী দিনে এই সমস্যার স্থায়ী সমাধান করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন। এবং শহরের অন্যান্য এলাকায় এই বর্ষণের ফলে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Exit mobile version