Site icon janatar kalam

শহরের বর্তমান চিত্র খতিয়ে দেখতে কমান্ড কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার দুপুরে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয় শহর আগরতলার বিভিন্ন এলাকা। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এই অবস্থায় শহরের পাম্প মেশিনগুলি জল নিষ্কাশনের কাজে লাগানো হয়। এমন সময় জল জমার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ইন্দ্রনগরস্থিত আই টি ভবনের কমান্ড কনট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শহরের কোথায় কোথায় এবং কি পরিমাণে জল জমে রয়েছে তা খতিয়ে দেখেন তিনি এবং জল নিষ্কাশনের বিষয়েও খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ কি কি নেওয়া হবে সেই সম্পর্কে নির্দেশ দিয়েছেন।

Exit mobile version