Site icon janatar kalam

নির্বিঘ্নে ভোটিং ব্যবস্থা চাইছে মানুষ- আশিস সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতিদিনের ন্যায় শুক্রবারও নিজ বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক বিজেপিকে টেক্কা দিয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতা আশীষ সাহা। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান এলাকার মানুষের ব্যাপক সমর্থন রয়েছে এবং মানুষ চাইছে নির্বিঘ্নে ভোটের ব্যবস্থা, কেননা এলাকার জনগণ বিশ্বাস করে যে নির্বিঘ্নে ভোট হলে কংগ্রেস নেতা আশীষ সাহা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকেও অবগত করা হয়েছে এবং কমিশন আশ্বস্ত করেছেন বলে জানান। তাছাড়া তিনি এদিন আরো বলেন শাসক বিজেপি সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে শাসকের মসনদ দখল করার যে পদ্ধতি তা এবার বিফলে যাবে বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version