জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনের দিন হাতেগোনা আর কয়েকদিন বাকি সেদিকে লক্ষ্য রেখে শাসক দল বিজেপি নিজেদের প্রার্থী প্রচারে কোন প্রকার খামতি রাখতে চাইছে না। তাই প্রত্যেকদিন চারটি বিধানসভা কেন্দ্রে কোন না কোন জায়গায় চলছে পদযাত্রা এবং পথসভার মতো কর্মসূচি তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী বিনোদ সোনকর। এদিনের মিছিলটি রাজধানী আগরতলা ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে এসে সমাপ্তি হয়। এদিনের মিছিলের মধ্য দিয়ে দলীয় প্রার্থী অশোক সিনহা কে বিপুল ভোটে জয়যুক্ত করার জনসাধারণের কাছে আহ্বান রাখা হয় দলিয় নেতৃত্ব দের পক্ষ থেকে। এ দিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।