জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে সকাল বিকেল মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইন্টার্নরা। কিন্তু সেই মোতাবেক পাচ্ছেন না স্টাইপেন্ড , ইন্টার্নদের অভিযোগ দীর্ঘসময় ডিউটি করলেও তাদের স্টাইপেন্ড বাড়ানো হচ্ছে না। তাছাড়া তারা যে স্টাইপেন্ড পান তা একজন দিনমজুরের থেকেও কম। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরে স্টাইপেন্ড বৃদ্ধি না করলেও বেড়েছে জিনিসপত্রের দাম। তাই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন ।সোমবার থেকে তারা কর্মবিরতি শুরু করেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইন্টার্নরা।