জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৩ শে জুন ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের উপ নির্বাচন হতে যাচ্ছে, সেই উপলক্ষে যেসকল পুলিং পার্টিরা ভোটকেন্দ্রে ভোট নেবেন তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে রবিবার থেকে আগরতলার উমাকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।এই দিন তাদেরকে প্রশিক্ষণ দেন রিটার্নিং অফিসার অসীম সাহা। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে সমস্ত ভোট কর্মীরা ভোটকেন্দ্রে ভোট নেবেন উনারা যাতে সচারুভাবে নির্ভুলভাবে সুষ্ঠুভাবে ফ্রী অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারে তার সমস্ত গাইডলাইন নিয়ম কানুন এবং হাতে কলমে উনাদের যে ই ভি এম মেশিন এবং ভি ভি পেট ব্যবহার হবে নির্বাচনের গাইডলাইন অনুযায়ী এই সম্পূর্ণ বিষয়টি যাতে কাজ করতে পারেন এবং মেশিনটি কিভাবে শুরু করবে এবং নির্বাচন শেষ হলে পরে কিভাবে বন্ধ করে নিয়ে আসতে হবে সমস্ত কিছুর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।