জনতার কলম প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি শ্রী জে পি নাড্ডার সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন। এদিন তিনি আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রত্যেক স্তরের সংগঠনের শক্তি বৃদ্ধির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে ও জনগণের সুবিধার্থে কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্তও গ্রহণ করেন। তাছাড়া এদিন তিনি আগামীদিনে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা , রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা বিজেপির সকল স্তরের কার্যকর্তা ঐক্যবদ্ধভাবে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরার হিরা মডেল বাস্তবায়িত করতে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। বলা চলে বিগত দিনে যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে শুধু বুলি উড়িয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনা নামে দীর্ঘদিন রাজ্যের আপামর জনসাধারণকে বোকা বানিয়ে রেখেছেন এমন কি বিগত বামফ্রন্ট সরকারের আমলেও উন্নয়নের ধরাছোঁয়ার কাছেও ছিলনা উত্তর-পূর্বাঞ্চলের ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা। কিন্তু 2018 সালে মুক্তি সূর্যোদয়ের পর ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে রাজ্যে উন্নয়নের বন্যা শুরু হয় যথাক্রমেঃ উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস, চিকিৎসা ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প, শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতি প্রকল্প, রাজ্যের বোনেদের সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ এবং রাজ্যকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে স্মাট র্সিটি প্রকল্পের বাস্তবায়ন ইত্যাদি। বলা যায় বিগত 25 বছর এবং তার আগেও যে সরকার রাজ্যের শাসনকার্য চালিয়েছে তাদের থেকে এই সাড়ে চার বছরের ভারতীয় জনতা পার্টির সরকার উন্নয়নমূলক কার্যকলাপে অনেকটাই এগিয়ে, তাই ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রতি আদরণীয় মনোভাব।
