Site icon janatar kalam

বর্ষার মরশুমে কিছুটা রেহাই পাওয়ার আশা শহরবাসী কিন্তু লক ডাউনে পিছিয়ে গেলো কাজ

বিগত সরকারের আমল থেকেই রাজ্যের শহরবাসী বর্ষার মরশুমে শহর গড়তলাকে বানভাসিতে পরিনত হতে দেখেছেন। কিন্তু এবছর নতুন সরকারের আমলে একটু রেহাই পাবার আশা জাগছে মানুষের মনে। তারই পরিপ্রেক্ষিতে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব । তিনি জানান আগামী বর্ষার মরশুমের আগে যেন ৫০ শতাংশ কাজ শেষ করা যায় তারই জন্যে চলছে পুরোদ্যমে কাজ , খতিয়ে দেখছেন নর্দমা নির্মাণের কাজও , কেননা একদিকে লক ডাউনের ফলে পিছিয়ে গেছে কাজ তাই বর্ষার আগে ৫০ শতাংশ না হলেও ৩০ শতাংশ কাজ যেন শেষ করা যায় তার চেষ্টা চালাচ্ছেন বলে জানান পুর কমিশনের শৈলেশ কুমার যাদব , পাশাপাশি বহিরাজ্যের শ্রমিকদেরও যেন কাজে নিয়োজিত করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি।

Exit mobile version