জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার তৈদুতে যান তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ২ দিন আগে সেখানে বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষ ঘটেছিল। ওইদিন পুলিশের সাথেও তিপ্রা মথার মহিলা কর্মীদের ধস্তাধস্তি হয়। তিপ্রা মথার অভিযোগ পুলিশের হাতে অনেক মহিলা নির্যাতনের শিকার হয়েছেন। এদিন তৈদু গিয়ে আক্রান্তদের সাথে কথা বলেন বুবাগ্রা। পরে তিনি শাসকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন আক্রমণকারীরা থাংসার বিরোধী, উদাহরণস্বরুপ তিনি বলেন মেবার কুমার জমাতিয়া থাংসার কথা বলাই উনাকে মন্ত্রীত্ব পদ থেকে সরিয়ে দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তাছাড়া যেদিন জিষ্ণু কর্তা এবং জিতেন্দ্র চৌধুরী থাংসার কথা বলবে সেদিন তাদেরকেও দল থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান।