Site icon janatar kalam

সিলেবাস, পাঠ্যপুস্তক প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে এ আই ডি এস ও

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এক সপ্তাহের মধ্যে সমস্ত স্কুলে পাঠ্যবই, সিলেবাস প্রদান, শিক্ষা বিষয়ক অন্যান নিয়ে আগরতলার শিক্ষা ভবনের বিদ্যালয় উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় এ আই ডি এস ওর পক্ষ থেকে। এই দিন ডেপুটেশন এর প্রসঙ্গে বলতে গিয়ে এ আই ডি এস ও জেলা সম্পাদক বলেন স্কুল শুরু হয়ে গেছে এবং গ্রীস্মের বন্ধ ও দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে মাত্র দুই,তিনটি বই দেওয়া হয়েছে এছাড়া সিলেবাস প্রদান ব্যবস্থা এখনো হয়নি, পূর্বে দেখা যেত সিলেবাস প্রদান করা হতো। বইয়ের সঙ্গে সিলেবাস প্রদান করা হতো, আজকে শহরে বিভিন্ন স্কুলে দুটি এবং তিনটি বই দেওয়া হয়েছে। কি অবস্থার মধ্যে স্কুলগুলো ধুঁকছে? তার পাশাপাশি স্কুলগুলোর মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে যার মধ্য দিয়ে বলা হচ্ছে ১০০০ টাকা ডেভলপমেন্ট ফ্রি দিতে হবে এ আই ডি এস ও মনে করছে যে স্কুলগুলোকে উন্নত করার নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি আদায় করা হচ্ছে, কার স্বার্থে এই ফি আদায়,? সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক তারই পরিপ্রেক্ষিতে ডেপুটেশন দেওয়া হলে জানান তিনি।

Exit mobile version