জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় রাজধানী আগরতলায়।এই দিন আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, এই দিনের প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে উপস্তিত ছিলেন তৃনমুল কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ রাজিব ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক সহ প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীসমর্থকরা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা বলেন সাড়ে চার বছর আগে এই রাজ্যের বর্তমান সরকার, সরকারে আসার জন্য এ রাজ্যের যুবকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি সরকারে আসে রাজ্যের যুবকদের বছরে ৫০ হাজার চাকরি এবং প্রত্যেকের ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস লক্ষ্য করেছে যে সাড়ে চার বছর অতিক্রম হবার পরও এ রাজ্যের যুবকদের জন্য কোনরকম কর্মসংস্থানে ব্যবস্থা করতে পারিনি তার জন্য ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেন অতিসত্বর এরাজ্যের যুবকদের কর্মসংস্থান না করে তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি।