Site icon janatar kalam

মনোনয়নপত্র জমা দিলেন 6 আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- একইসাথে সোমবার 6 আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়াসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন ডক্টর অশোক সিনহা সংবাদমাধ্যমকে বলেন আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে তিনি ১০০% নিশ্চিত। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণদেবতাদের কাছে গিয়ে তাদের আশীর্বাদ চাইবেন এই নির্বাচনে যেন তিনি বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যবাসীর সেবা করার যেন সুযোগ পান। এ দিনের মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version