জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চারটি বিধান সভা উপনির্বাচন ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক দল গুলো দলীয় প্রচারে ব্যস্ত তারই পরিপ্রেক্ষিতে রবিবার রাজধানী আগরতলা ৮ নং বড়দোয়ালী কেন্দ্রের বুথ অফিস উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮ নম্বর বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারি বিনোদ সোনকর , ও ৮ নং বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা।এই দিন নির্বাচনী বুথ অফিস উদ্বোধন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর মানিক সাহা বলেন বিগত নির্বাচনগুলোতে ৮ নং বড়দোয়ালী কেন্দ্রের জনগণ নির্বাচনে ভোট দানের বিজেপি প্রার্থীদের বিজয়ী করেছেন এবার এই কেন্দ্রে প্রার্থী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা তাই বিধানসভা এলাকার লোকজন দেশের প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান পাশাপাশি তিনি আরো বলেন আগের থেকও বেশি ভোট পাবেন বলে আশা ব্যক্ত করেন।