জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ইতিমধ্যে রাজ্য ঘোষিত হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ। ঘোষণা করা হয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা ঘোষণা থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিলে বিরোধীরা এগিয়ে থাকলেও, প্রচারে এগিয়ে শাসক বিজেপি। তাছাড়া প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই প্রচারে নেমে পড়েছেন শাসক দলের নেতৃত্বরা। শনিবার রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আসন্ন উপনির্বাচনে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যের আপামর জনসাধারণের কাছে রাখেন এবং এদিন তিনি বলেন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আবারও একবার জয়ী হওয়ার দিন আগামী ২৩-শে জুন। পাশাপাশি আসন্ন চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।