জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক ট্রাম টু পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হবে দুটি কেন্দ্রে সেটি হলো মহারানি তুলসিবাতি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে,আর মাধ্যমিকের খাতা দেখা হবে পাঁচটি বিদ্যালয় বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বিজয় কুমার গার্লস হাই সেকেন্ডারি স্কুল, বোধজং গার্লস হাই সেকেন্ডারি স্কুল,এবং নেতাজী সুভাস বিদ্যানিকেতনে। পরীক্ষার খাতা দেখার ব্যাপারে প্রায় ৩ হাজার শিক্ষক শিক্ষিকা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা দপ্তরের অনুমতিক্রমে এবং এই পরীক্ষার খাতা ভালো করে দেখার জন্য ৭০ জন হেড একজামিনার উচ্চমাধ্যমিকে এবং মাধ্যমিকে ৪০ জন নিযুক্ত করা হয়েছে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। পাশাপাশি তিনি আরো বলেন আগামী জলুই মাসের মধ্যে খাতা দেখা শেষ হয়ে যাবে বলে। এই দিন তিনি খাতা দেখার কেন্দ্র গুলো পরিদর্শন করেন।