জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ধর্মনগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন তথা বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতা চয়ন ভট্টাচার্য ও বাম কর্মচারী নেতা দীপ্তেন্দু নাগের নেতৃত্বে বুধবার সিপিআই(এম) দলের ৫০ জন,বিজেপি দলে ২৫ জন ও তৃণমূল কংগ্রেসের ৯ জন সহ মোট ৮৪ জন ভোটার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এসে কংগ্রেস দলে যোগ দিলেন । কংগ্রেস দলের পতাকা ও উত্তরীয় দিয়ে তাদের বরন করে নেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব সুদীপ রায় বর্মণ,আশিষ সাহা,গোপাল রায় ও কেন্দ্রীয় নেতৃত্ব জরিতা সহ অন্যান্যরা । সুদীপ বর্মন জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই ধর্মনগরের আরো সহস্রাধিক জনগন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস যোগ দিতে চলেছেন । পাশাপাশি সুদীপ রায় বর্মন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। রাজ্যের বিধানসভা উপ-নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দল থেকে নেতৃত্বদের যোগদানে কংগ্রেসকে একটু বাড়তি অক্সিজেন দিল বলে রাজনৈতিক মহলের ধারণা ।