জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে ত্রিপুরার আইন প্রবেশিকা বোর্ড আগামী 10ই জুলাই 2022 আইন প্রবেশিকা পরীক্ষা নির্ধারণ করেছে। কিন্তু এদিন মুসলিম ধর্মাবলম্বী লোকেদের ইদি-উল-আজহার উৎসব, এটি একটি জাতীয় ছুটির দিন মুসলিম সম্প্রদায় সহ ছাত্ররা ঈদের নামাজ পালন করে এবং এই বিশেষ দিনে অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করে, সুতরাং এই বিষয় নিয়ে মঙ্গলবার ছাত্র সংগঠন এন এস ইউ আই উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক এর ঈদ-উল-আযহায় নির্ধারিত আইন প্রবেশিকা পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডে এই ধরনের সময়সূচী এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি নিয়ে এক মেমোরেন্ডাম প্রদান করেছেন। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন এনএসইউ আই সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হবে এনএসইউ আই সভাপতি সম্রাট রায় বলেন আমরা লক্ষ্য করেছি যে, প্রতি বছর ঈদ-উল-আযহা ও ঈদ-উল-ফিতরের দিনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত থাকে। সকলেই জানেন যে এটি একটি জাতীয় ছুটির দিন মুসলিম সম্প্রদায় সহ ছাত্ররা ঈদের নামাজ পালন করে এবং এই বিশেষ দিনে অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করে, এই দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল এবং বোর্ডের সময়সূচী পরীক্ষা থাকা সত্ত্বেও। এই বছরটি ব্যতিক্রমী নয়, ত্রিপুরার আইন প্রবেশিকা বোর্ড 10ই জুলাই 2022 ইদি-উল-আজহার দিনে আইন প্রবেশিকা পরীক্ষা নির্ধারণ করেছে। এটি একটি বিশেষ ধর্মীয় উৎসবের প্রতি অত্যন্ত অজ্ঞতা। এই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক এর নিকট অনুরোধ রাখা হচ্ছে যে ঈদ-উল-আযহায় নির্ধারিত আইন প্রবেশিকা পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডে এই ধরনের সময়সূচী এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।