জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ইতিমধ্যেই ঘোষিত হল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ। দিনক্ষণ ঘোষণা হতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। আর এতে প্রার্থী ঘোষণায় এগিয়ে গেল বিরোধীরা গতকাল অন্যতম বিরোধীদল আজ বড্ড আলী বিধানসভা কেন্দ্রে আশীষ সাহা যে প্রতিনিধিত্ব করছেন তারা জানান দেওয়ার পর, আজ চার বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলো প্রধান বিরোধী দল বামফ্রন্ট। সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর। আগরতলা টাউন বড়দোয়ালি সুরমা ও যুবরাজনগর এই চার কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে 23 জুন ।বিজ্ঞপ্তি জারি হয় সোমবার।এদিনই বামফ্রন্ট বামফ্রন্ট সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে। তিনি জানান আগরতলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতবারের বিজিত প্রার্থী নারীনেত্রী কৃষ্ণা মজুমদার, টাউন বড় দোয়ালিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার তিনি প্রাক্তন শিক্ষক। সুরমা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস। আর যুবরাজনগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজসেবক শৈলেন্দ্র চন্দ্র নাথ। এদিন সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর নির্বাচন কমিশনের কাছে দাবি জানান শান্তিপূর্ণ নির্বাচনের। পাশাপাশি তিনি ভোটারদের কাছে আহ্বান জানান গণতন্ত্র রক্ষায় বাম প্রার্থীদের জয়ী করার। তিনি বলেন যারা প্রতারিত করেছে তাদের মুখের ওপর জবাব দেওয়ার সময়।