Site icon janatar kalam

উপ নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা : কিরন গিত্যে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্য মহাকরণে সাংবাদিক বৈঠকে মিলিত হন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান আগামী 23 শে জুন অনুষ্ঠিত হতে চলা রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ সহ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে। তাছাড়া এদিন তিনি আরও বলেন আদর্শ আচরণ বিধি রাজ্যের চারটি কেন্দ্রে লাগু করা হয়েছে, ৬ আগরতলা এবং ৮ বরদোয়ালী বিধানসভা ভিত্তিক আচরণবিধি লাগো থাকবে। অন্যদিকে সুরমার জন্য ধলাই জেলা ও যুবরাজ নগরের জন্য উত্তর জেলায় আচরণবিধি লাগু করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলেন ১লা জানুয়ারি 2022 এর চূড়ান্ত তালিকাকে ভিত্তি করে হবে ভোটগ্রহণ, 30 শে মে বিজ্ঞপ্তি জারি হবে, এরপর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন 6 জুন পর্যন্ত। ৭ই জুন হবে মনোনয়ন পত্র পরীক্ষা, 9 জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তিনি জানান বর্ষার মৌসুমে ভোট হওয়ায় নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, ইভিএমে ভোট হলেও থাকবে ভিভিপাট। মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার ৭টি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করবেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান।

Exit mobile version