জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার আগরতলা প্রেসক্লাবে ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন বরাবরই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে তাকে ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সংস্থা সরব হয়, পাশাপাশি রক্তের চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এখন বিবাহ জন্মদিন, সম্মেলন বিভিন্ন অনুষ্ঠানের আগে মানুষ রক্তদান শিবির করে থাকেন যা কিনা উৎসবে পরিণত হয়েছে বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হস্ততাত হস্তকারু উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী সহ সংস্থার কর্মকর্তারা।