জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি আগরতলা শহরে রাতের বেলা চিত্র সাংবাদিক নিতাই দে- কে নিগ্রহ করার অভিযোগ উঠে কলেজটিলা ফাঁড়ির ও সির বিরুদ্ধে। এও অভিযোগ রাতে পূর্ব থানার লক আপে ঢুকিয়ে রাখা হয় তাকে। থানায় এনেও সাংবাদিককে মারধর করা হয় নিতাই দে- কে। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বয়ে যায়। সাংবাদিকদের আন্দোলনের চাপে পড়ে অভিযুক্ত ফাঁড়ির ও সিকে বরখাস্তও করা হয়। শনিবার আক্রান্ত সাংবাদিকের বাড়িতে যান তথ্য- সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সৌরজিত পাল সহ অন্যরা। পুলিসি নির্যাতনের শিকার চিত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী । পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই সরকার সাংবাদিক বান্ধব। যে ঘটনা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত।তিনি বলেন, পুলিস থেকে যে ঘটানো হয়েছে, এটা পুলিসের কাছ থেকে আশা করা যায় না। মন্ত্রী বলেন, আমরা নিতাইয়ের পাশে রয়েছি। সাংবাদিকদের আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারও আন্তরিক। সরকার সাংবাদিকদের পাশে রয়েছে।