Site icon janatar kalam

জিবি হাসপাতাল এর পরিষেবা খতিয়ে দেখতে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলা জি বি পি হাসপাতালে পরিদর্শন করেন, পাশাপাশি তিনি সেদিন হাসপাতালের সুপার সহ চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের অধিকারিকদের সাথে বৈঠক করেন। জি বি পি হাসপাতালের পরিষেবা আগে থেকে অনেক ভালো তার পাশাপাশি উন্নত মানের চিকিৎসকার যন্ত্রপাতি গুলো কতটুকু কাজে লাগছে সেই বিষয় নিয়ে কথা বলেন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা ক্ষেত্রে যাতে রোগীদের কে ভালো চিকিৎসা পরিষেবা দেন, তা নিয়ে তিনি বৈঠকে আলোচনা করেন। জি বি পি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে যাতে জনগন চিন্তায় না পরতে হয় সেই বিষয় গুলো ভালো ভাবে নজর রাখার জন্য চিকিৎসক দের অনুরোধ করেন। এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন আগরতলার জি বি পি হাসপাতালের সাথে পুরানো সম্পর্ক রয়েছে যেহতু তিনি পেশায় চিকিৎসক ছিলেন তাই সেই দিক থেকে সম্পর্ক গভীর তাই হাসপাতালের পরিষেবাও ভালো। তাই একে আর কতটুকু উন্নত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন এবং রক্তের যেই স্বল্পতা রয়ে গেছে তা মেটানো যাবে বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যেমে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

Exit mobile version