Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ব্যাপারে স্পষ্টিকরণ চাইল কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও আসিস সাহা। এদিনের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের ৭ দিন পর পদত্যাগের কারন দাবী করল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ ও আশিষ সাহা। যদিও পদত্যাগের পর থেকে এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোন ধরণের এই ইস্যুতে প্রতিক্রিয়া জানানো হয়নি। এমন কি পদত্যাগের কারনও জানতে চায়নি প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা গোষ্ঠী। ৭ দিন পর বীরজিত গোষ্ঠীকে বাদ দিয়ে শুধু সুদীপ রায় বর্মণ ও আশিষ সাহা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের কারন জানতে চাইলেন। শুধু জানতে চাওয়াই নয়, যথারীতি তাদের প্রথা অনুযায়ী অশালীন মন্তব্যও করলেন। এদিকে আশিষ সাহা শহরে জল জমা নিয়ে বর্তমান পুর পরিষদকে এক হাত নিয়েছেন। যদিও বাম আমলে তিনদিন ধরে যে জল জমে থাকতো এই ব্যাপারে নীরবই থেকেছেন আশিষ বাবু। বামেদের খুশি করতে শুধু এক রাতে জমা জল নিয়েই কটাক্ষ করেছেন পুর পরিষদকে।

Exit mobile version