Site icon janatar kalam

১২ নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সাধারণ জনগনের সুবিধা অসুবিধার কথা খতিয়ে দেখতে বুধবার 12 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পুর নিগম নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রূপায়নের জন্য পুর নিগমের মেয়র বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন এলাকার কাউন্সিলর। এদিন নাগরিকদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে। রাস্তাঘাট জল সহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়েছেন। সমস্যাগুলি ধীরে ধীরে সুরাহার আশ্বাস দিচ্ছেন। এদিন ওনার সঙ্গে ছিলেন কাউন্সিলর সান্তনা সাহাসহ অন্যান্যরা। এদিন মেয়র সাংবাদিকদের জানান এলাকার বিভিন্ন সমস্যা গুলি দীর্ঘদিনের। সবচেয়ে বড় সমস্যা হল বর্ষার সময় জল জমে যাওয়া। নিকাশি ব্যবস্থা দুর্বল।এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান দ্রুত তা করা সম্ভব নয় তবে আগামী বর্ষার আগে পুরোপুরি সমস্যা থেকে লাগবের চেষ্টা করা হবে।

Exit mobile version