জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার আগরতলার সি টি সেন্টার প্রাঙ্গণে বাগিচা শ্রমিকদের বিভিন্ন দাবীতে গনঅবস্থান করা হয়। এই দিনের গনঅবস্থানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সি আই টি ইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা কানু ঘোষ সহ অন্যান্যরা। রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছাঁটাইকৃত রাবার শ্রমিকদের পূর্ণবহাল সহ আরও বিভিন্ন দাবি নিয়ে গন অবস্থানে বসেন। এদিনের গণঅবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ সি সভাপতি মানিক দে বলেন বর্তমান সরকার গরিব শ্রমিকদের কথা শুনেন না, তারা শুনেন আদানি, আম্বানি তাদের কথা। বড়লোকদের কথা এই সরকার শুনে যার কারণে তাদের কাছে কোন কিছু বলো লাভ হচ্ছে না তাই দাবি আদায়ের লক্ষ্যে একতা ও ঐক্য বজায় রেখে আন্দোলনে শামিল থাকতে হবে তাহলে একদিন তাদের ন্যায্য দাবি আদায় করা যাবে বলে উনার বক্তব্য তুলে ধরেন।