জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হওয়ার পর রাজ্য সচিবালয় সাংবাদিক বৈঠকে মিলিত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বলেন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে।তবে বিস্তারিত পরবর্তী সময় মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর জানানো হবে। সুশান্ত চৌধুরী জানান, আদিম জাতিদের উন্নয়নে প্রকল্প হাতে নেবে সরকার। তিনি জানান, রাজ্যে আদিম জাতি রিয়াং সম্প্রদায়ের পরিবার ত্রিপুরায় রয়েছে ৪৩৩১৬ পরিবার। তাদের পরিবারের সদস্য সংখ্যা ১ লাখ ৮৫ হাজার। তাদের অর্থনৈতিক-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী জানান ত্রিপুরায় স্টেট হেলথ পলিসি তৈরি করা হবে ন্যাশনাল হেলথ পলিসি অনুসরণ করে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা উচ্চতায় নিয়ে যেতে হেলথ পলিসি গ্রহণ করা হবে। দুই মাসের মধ্যে এই পলিসি কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যে আগামী দিনে আই টি পলিসি তৈরি হবে। এতে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। যুবক যুবতীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে।