জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যে আবারও বসলো জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসেছে। এই লোক আদালতে মোট ৫৪ টি বেঞ্চে ৫,৯৯৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫২৩৬ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৭৫৭ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৭৩৬ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৬২ টি, শ্রম বিরোধ সংক্রান্ত ১ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৯৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ১২১ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) ১২০ টি মামলা , অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা এবং ফৌজদারি আপিল সংক্রান্ত ৪টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিস দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করা হয়েছে।