জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : বর্তমান বিজেপি সরকারের আমলে সরকারী চাকুরী যোগ্যতার নিরিখে প্রদান করা হচ্ছে, কেননা কোন একটি দপ্তর চালাতে গেলে সঠিক জ্ঞানের প্রয়োজন আর জ্ঞান থাকলেই দপ্তরের পরিষেবা দশের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়ার হিসাব নিকাশ মাথায় থাকে। কিন্তু পড়াশোনা করেও চাকরি নেই এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব চাঁনমারি এলাকার নারায়ণ দেবনাথ নামক এক যুবকের, তা সত্বেও কিন্তু বর্তমান বিজেপি সরকারের আত্মনির্ভরতা প্রকল্পের এক জীবন্ত নিদর্শন দিয়েছেন তিনি জানা যায় বিগত 25 বছর যাবত তিনি গো প্রতিপালন করে আসছেন, তা থেকে প্রতিদিন 18 থেকে 19 লিটার যে দুধ পাওয়া যায় তা বিক্রি করে দুই ছেলে, মা, এবং স্ত্রী সমেত 5 জনের সংসার প্রতিপালন করছেন, উনার আরও অভিযোগ সরকারের কাছে একাধিকবার লোনের জন্য আবেদন করার পরও আশ্বাস ছাড়া কিছুই পাইনি। তা সত্ত্বেও আজ অবধি তিনি হার না মানা কঠোর পরিশ্রম করে চলছেন, তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেকার ছেলে মেয়েদের প্রতি বার্তা দেন যে চাকরির পেছনে না ছুটে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বর্তমান বিজেপি সরকারের আত্মনির্ভর প্রকল্পের দিকে পা বাড়িয়ে কোন কিছু করে দেখানোর মানসিকতা যেন নিজের মধ্যে জাগ্রত করে।