Site icon janatar kalam

উপজাতি ছাত্র এবং ছাত্রী বাসে স্বাস্থ্য শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার সদর মহকুমার অন্তর্গত রাজ্য সরকার পরিচালিত উপজাতি ছাত্র কিংবা ছাত্রী বাস রয়েছে সেগুলিতে স্বাস্থ্য শিবির এবং টিকা প্রদান কর্মসূচি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাকুমা শাসক বিনয় ভূষণ দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান সদর মহকুমার অন্তর্গত আটটি উপজাতি হোস্টেল রয়েছে সেখানে সাধারণ রোগ এবং করোনা টিকাকরণ কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচিতে 49 জন ছাত্রী করোনার টিকা নিয়েছেন এবং রাজ্যের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি থাকবে বলে জানান।

Exit mobile version