জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১লা মে থেকে রাজ্যের পুর নিগম এলাকায় মিটার অটো চালু করার নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার। সাধারণত নিত্য দিনের যাত্রী এবং অটো চালকদের মধ্যে প্রতিনিয়তই ভাড়া নিয়ে ঝামেলা লেগে থাকে যা নিত্য দিনের পর্ব হয়ে উঠেছিল। তা থেকে রেহাইয়ের লক্ষেই হয়তো এই পদক্ষেপ রাজ্য সরকারের , যার ফলে অটো চালক এবং যাত্রী কারুর যেন ক্ষতি না হয়। তারই পরিপ্রেক্ষিতে শহরের সবকটি অটোতে মিটার লাগানো হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে পরিবহন দপ্তর থেকে আগরতলার বিভিন্ন জায়গায় চেকিং চালাচ্ছে। এদিনের কর্মসূচি প্রসঙ্গে পরিবহন দপ্তরের এক অফিসার সংবাদ মাধ্যমকে জানান অটোচালক এবং সাধারণ যাত্রীদের নেতিবাচক প্রবণতা রয়েছে সেটাকে ইতিবাচক করার লক্ষ্যে রাজ্য সরকারের এই মিটার অটো চালু করা। তাছাড়া অটো শ্রমিক সংঘের কর্মীরা পরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মিটার অটো চালু করা সময়সীমা বৃদ্ধি করার আহব্বান রেখেছিল, কিন্তু রাজ্য সরকার কিছুটা সময়সীমা বাড়িয়ে 31 শে মে এর মধ্যে যেন পুর নিগম এলাকার অটো গুলির মধ্যে যেন মিটার লাগানো হয় তার নির্দেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে পরিবহণ দফতরের কর্মীরা মিটার লাগানো নিয়ে অটোচালকদের সচেতন করার লক্ষ্যে ময়দান চোষে বেড়াচ্ছেন।