জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার মহিলাদের সশক্তিকরণে গৃহীত গুচ্ছ পদক্ষেপের প্রেক্ষিতে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে ধন্যবাদ সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সামাজিক ও আর্থিক বুনিয়াদ সশক্তিকরণের পাশাপাশি প্রশাসনিক শীর্ষস্তর পর্যন্ত মহিলাদের সম অংশদারিত্ব সুনিশ্চিতিকরন আমাদের অন্যতম প্রাধান্য l নারীরা সংসারের যথার্থ দায়িত্ব প্রতিপালনের সাথে প্রয়োজনে টিএসআর এর মত বাহিনীতে সশস্ত্র ভূমিকাতেও দৃঢ়তার সাথে অবতীর্ন হতে জানেন l তাছাড়া মা যেমন আমার জন্মদাত্রী, তেমনি ত্রিপুরাবাসীরা আমাকে সাধারনের মধ্য থেকে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব প্রদানের মাধ্যমে পুনঃজন্ম দ্বারা সর্বত্র পরিচিতি দিয়েছে l ২০১৮ এর বিধানসভা নির্বাচনের বিশাল জয়ে মাতৃশক্তির ভূমিকা ছিল অন্যতম। যার জন্য আমি তাদের কাছে সর্বদা ঋণী থাকবো। মহিলাদের ৩৩% সংরক্ষণ প্রদানের মাধ্যমে আমি তাদের সেই ঋণ শোধ করার চেষ্টা করছি। রাজ্যের উন্নয়নে তাদের সতঃস্ফুর্ত অংশীদারিত্ব আমাকে আরও বেশী করে কাজ করে যেতে উৎসাহিত করে। পাশাপাশি এদিন তিনি আরো বলেন বর্তমানে জন প্রতিনিধি রূপে মহিলাদের নির্ধারিত সংখ্যার উর্দ্ধগামীতা ও গুরুত্বপূর্ণ পদে নারী শক্তির অংশীদারিত্ব ইতিবাচক প্রতিফলন l বিগত দিনে দাবিয়ে রাখার হীনমন্নতার বেড়াজাল উপড়ে ফেলে কেন্দ্র-রাজ্য প্রদত্ত সমস্ত অধিকারের সুফল গ্রহণে মহিলাদেরই অগ্রণী ভূমিকা গ্রহণ আবশ্যক l যুব সম্প্রদায়কে মাদকের অশুভ সংস্পর্শমুক্ত রাখতে মহিলাদের সজাগ দৃষ্টি ও এর নির্মূলিকরণে প্রয়োজন সম্মিলিত প্রয়াস এবংবাস্তবিক ক্ষমতায়নের নিরিখে প্রত্যেক মহিলাকে রাজ্যের উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্তকরণই আমাদের লক্ষ্য l মহিলাদের জাগ্রত দৃষ্টিই, সচেতন সমাজ নির্মাণের অন্যতম শর্ত l মহিলাদের স্বশক্তিকরণে গৃহীত গুচ্ছ পদক্ষেপের প্রেক্ষিতে ৬ আগরতলা মন্ডল আয়োজিত ধন্যবাদ সভায় বড় মাত্রায় মহিলাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা মহিলাদের মধ্যে তৈরী হওয়া আত্মবিশ্বাসের ইতিবাচক নজির বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।