সারাদেশে চলছে লক ডাউন আর এই লক ডাউনের মাঝে পৃথিবীতে পা রাখলো লক ডাউন। জানা যায় বহিঃরাজ্য থেকে ১৮জন ফেরিওয়ালা রাজ্যে আসে ব্যবসার উদ্যেশে । লক ডাউনের ফলে আটকে যায় তারা। মাথায় নেই ছাদ কোথায় কাটাবে রাত, সে জন্য এরা বেছে নিলো রাজধানীর বাধাঘাট রেল স্টেশনে তাবু বানিয়ে সেখানে দিন যাপন করতে শুরু করে। চোখে পরে কর্তবরত পুলিশ বাহিনীর। পরে তাদেরকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয় বাধারঘাট স্কুলে ছিল এক গর্ভবতী মহিলাও, জানা যায় কিছু দিন পূর্বে সেই মহিলাটি একটি ছেলে সন্তানের জন্ম দেয় আগরতলা আইজিএম হাসপাতালে। আজ ছুটি পেয়ে আবার চলে আসে বাধারঘাট স্কুলে জিআরপি পুলিশ খবর পেয়ে ছুটে যায় সেই বাচ্চা সন্তানটিকে এবং জিআরপি পুলিশের এসপি পিনাকী সামন্ত বাচ্চাটির মার হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় জানা যায়। পাশাপাশি বাচ্চাটির বাবার সাথে কথা বলে জানা যায় যে সরকারি সব সুযোগ সুভিধা ঠিকভাবে পাচ্ছেন এবং বাচ্চাটি লক ডাউনের মাঝে হওয়াতে তার নাম লক ডাউন রাখা হয়েছে বলে জানা যায়