Site icon janatar kalam

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মেয়র দীপক মজুমদার, ও এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাতে রামনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় ছয়টি পরিবারের। সোমবার সকালে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানো লক্ষ্যে এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর নিবাস দাস, এবং এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় মেয়র দীপক মজুমদার সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যতটুকু সম্ভব সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার লোকজন এলাকার ক্লাব স্থানীয় বিধায়ক এবং এলাকার কর্পোরেটর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাছাড়া এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদান করেছেন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া এদিন তিনি আরও বলেন এলাকার মানুষ স্থানীয় ক্লাব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এলাকায় থাকতে পারে সে দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান। এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলি মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

Exit mobile version